নিউজিল্যান্ড দল এখন ঢাকায়

ঢাকাঃ আজ ঢাকায় এসে পৌঁছেছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ১২টায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে তাদের বহনকারী বিমান। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চার দিন আগেই এসেছেন ঢাকায়। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৬ জনের দলের বাকিরা পা রাখেন আজ।

তারা বাণিজ্যিক ফ্লাইটে এসেছেন বলে তাদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না। তবে বিমানবন্দরে তাদের দাঁড়াতে হয়নি। সরাসরি বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে বাসে ওঠেন কিউইরা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। তিনদিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর ২৭ তারিখ অনুশীলনে নামবে সফরকারীরা।

টম ল্যাথামের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

১৬ সদস্যের নিউ জিল্যান্ড দলের খেলোয়াররা হচ্ছেনঃ টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।

আমাদের বাণী/বাংলাদেশ/২৪/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.