করোনায় ৫ জেলায় ২৯ জনের মৃত্যু

ঢাকাঃ করোনায় মৃত্যু কমে এসেছে, কিন্তু থেমে নেই। গত চব্বিশ ঘণ্টায় জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া করোনার সর্বশেষ আপডেট মতে আরও ২৯ জন মারা গেল করনা ভাইরাসে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন ও সাতক্ষীরায় ৪ ও বরিশালে ৪ জনের মৃত্যু হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬ জন।

সোমবার (২৩ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ১০১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩২ জন উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের করোনা শনাক্ত হয়েছিলো, বাকিদের উপসর্গ ছিলো।

আমাদের বাণী/বাংলাদেশ/২৩/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.