করোনায় উপজেলায় মৃত্যু বেশি

করোনা

চট্টগ্রামঃ করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যওয়া আট জনের মধ্যে ছয় জনই উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা পর্যায়ে ৪০ জন মারা গেছেন। অন্যদিকে নগরীতে ২২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, শনিবার (২১ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যান চার জন। এর মধ্যে তিন জনই ছিলেন উপজেলার বাসিন্দা। ২০ আগস্ট মারা যান ১০ জন, যার মধ্যে আট জন ছিলেন উপজেলার। ১৯ আগস্ট মারা যান ছয় জন, এর মধ্যে দুই জন উপজেলার। ১৮ আগস্ট মারা যান ১১ জন, এর মধ্যে ছয় জনই ছিলেন বিভিন্ন উপজেলার। এছাড়া ১৭ আগস্ট মারা যাওয়া ১১ জনের সাত জনই উপজেলার। ১৬ আগস্ট মারা যান সাত জন, উপজেলার ছিলেন পাঁচ জন। ১৫ আগস্ট পাঁচ জনের মৃত্যু হয়, তিন জনই ছিলেন বিভিন্ন উপজেলার।

এদিকে করোনায় উপজেলা পর্যায়ে মৃত্যু বাড়লেও বিপরীতে প্রতিদিন চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৯৭২টি নমুনা পরীক্ষায় ২৯৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৫টি এবং আরটিআরএল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৬১ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৩ জন, চমেক ল্যাবে ৪২ জন, সিভাসু ল্যাবে ৫৭ এবং আরটিআরএল ল্যাবে পাঁচ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৬৯ টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষায় ১৮ জন, মা ও শিশু হাসপাতালে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৪ নমুনা পরীক্ষায় ছয় জন এবং ইপিক হেলথ কেয়ারে ৪৮টি নমুনা পরীক্ষায় ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করে করোনার অস্তিত্ব মেলেনি।

আমাদের বাণী/বাংলাদেশ/২২/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.