ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১৩ মৃত্যু

করোনা

ময়মনসিংহঃ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এরমধ্যে তিন জন ছিলেন করোনা পজিটিভ। বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় যারা মারা যাওয়া তিন জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সাত জন, নেত্রকোনার দুই ও টাঙ্গাইলের এক রোগী মারা গেছেন।

১৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, হাসপাতালে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৩৬ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৭.৪৮ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮৭ জন।

আমাদের বাণী/বাংলাদেশ/২২/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.