গ্রেনেড হামলা: প্রতিবাদে আলীকদমে ছাত্রলীগের বিক্ষোভ

বান্দরবানঃ ২১ আগষ্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে আলীকদম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয় মিছিল নিয়ে আলীকদম বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলীকদম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মংব্রাচিং মার্মা। বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য জনাব জামাল উদ্দিন এমএ আলীকদম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু শুভ রঞ্জন বড়ুয়া। উপজেলা যুবলীগের সভাপতি জনাব আনোয়ার জিহাদ চৌধুরী। সভাপতির বক্তব্যে রাখেন আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম।

আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়িমং মার্মা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফোগ্য মার্মা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুর রহমান। বান্দরবান জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা জামান রাশেদ। উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন এদেশে সকল ষড়যন্ত্র ও কুচক্রের হত্যার টার্গেট লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ। ২০০৪ সালে ২১ আগস্ট এই পরিকল্পিত গ্রেনেট হামলায় ঘাতকদের প্রধান লক্ষ্যই ছিল শেখ হাসিনা। পরিস্থিতির তাৎপর্য বুঝতে ট্রাকে অবস্থানরত নেতৃবৃন্দ ও শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা মানবঢাল রচনা করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বঙ্গবন্ধুর এই কন্যাকে। নেতা ও দেহরক্ষীদের আত্মত্যাগ ও পরম করুণাময়ের অশেষ রহমতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান আমাদের প্রাণপ্রিয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যারা এই হত্যাকান্ডে লিপ্ত ছিল তাদের কে এই বাংলার মার্টিতে বিচারের দাবী জানান নেতাকর্মীরা প্রমুখ।

আমাদের বাণী/বাংলাদেশ/২১/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.