
ঢাকাঃ ঢাকার দোহার ও নবাবগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে। অব্যাহত পানি বৃদ্ধিতে আগামী দুদিনের মধ্যে পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করবে বলে জানান দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মুন্সিগঞ্জের ভাগ্যকুল গেজ স্টেশনের পূর্বাভাসে জানা গেছে, শুক্রবার (২০ আগষ্ট) সকাল নাগাদ পদ্মা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ (৬.১৫ মিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে ২২ আগষ্ট রাত ১০টার দিকে বিপদ সীমা (৬.৩০ মিটার) অতিক্রম করবে।
আমাদের বাণী/বাংলাদেশ/২০/০৮/২০২১
Leave a Reply