কুমারখালীতে হেরোইনসহ আটক ২

কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে র‍্যাব -১২ ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিলাইদহের পদ্মা নদীর ঘাটের পাশ থেকে তাদের আটক করে রাতে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

আটককৃতরা হচ্ছেন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া কলেজ মোড় এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ রানা (২৯) ও একই এলাকার ইমরান শাহ রতন (৩০)।

র‍্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার আনুমানিক বেলা দেড়টার সময় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালীর শিলাইদহ পদ্মা নদীর ঘাটের পাশে অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন, ৩ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ড ও নগদ টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী/বাংলাদেশ/২০/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.