সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন বরিশাল

বরিশালঃ জেলার সদর ইউএনওর বাসায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে বরিশালের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ছাত্রলীগ। বন্ধ রয়েছে গণপরিবহন ও লঞ্চ। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে, বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে বুধবার রাতে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরেই মামলা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

বুধবার রাতে বরিশালে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে। এর জেরে আজ বুধবার রাত থেকেই বরিশাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

রাতের সংঘর্ষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। তারই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরীর প্রবেশ মুখগুলোতে বিভিন্ন পরিবহন আড়াআড়ি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বরিশাল থেকে লঞ্চও বন্ধ করে দিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই শহরে প্রবেশ করতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

আমাদের বাণী/বাংলাদেশ/১৯/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.