সিএমএইচে ভর্তি কবি হেলাল হাফিজ

ঢাকাঃ ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’ কবিতার এই জনপ্রিয় পঙক্তির স্রষ্টা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় এই কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ভর্তি করানো হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগামীকাল তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ৮ আগস্ট শারীরিক অবস্থার বিষয়ে আলাপকালে কবি হেলাল হাফিজ বলেন, বয়স হয়েছে। শরীরে মধ্যে নানান রোগ বাসা বেঁধেছ। মাঝে-মাঝেই শারীরিক সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন ধরে জ্বর আসায় কিছুটা ভয়ে ছিলাম। পরে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এখন মানসিক প্রশান্তিতে আছি।

রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে একা থাকেন হেলাল হাফিজ। নিজের সবকিছু নিজেকেই করতে হয়। বয়সের কারণে এখন চলাফেরা করতেও কষ্ট হয়।

কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। কবিতার জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এই জনপ্রিয় কবি।

আমাদের বাণী/বাংলাদেশ/১৮/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.