
ময়মনসিংহ: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর ফিরুজ-জাহাঙ্গীর চত্বরে মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, শেখ মাসুম, জাতীয় পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন সুজন ও ভাসানী সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলায় যারা জড়িত ছিলেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, সারাদেশের ৬৪ জেলার মধ্যে একযোগে ৬৩ জেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পরিকল্পিত সিরিজ বোমা হামলার আজ ১৬ বছর পূর্তি। ২০০৫ সালের এইদিনে বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ ছাড়া সব জেলার প্রায় ৫০০ পয়েন্টে একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে চরম ঔদ্ধত্যে শক্তিমত্তা জানান দিয়েছিল জঙ্গীরা। দীর্ঘ ১৬ বছর আগের সিরিজ বোমা হামলার ঘটনায় এখনও ৫৫টি মামলার বিচার নিষ্পত্তি হয়নি। বিচারের অপেক্ষায় থাকা মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় ৪শ’ জন। এই সিরিজ বোমা হামলার রায় প্রদান করা মামলাগুলোর ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
আমাদের বাণী/বাংলাদেশ/১৭/০৮/২০২১
Leave a Reply