ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ মৃত্যু

ময়মনসিংহঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবারও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় হলেন- ময়মনসিংহ সদরের সুখ রঞ্জন (৬০), আব্দুস সালাম (৭৫), মুক্তাগাছার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়ার হাসিনা বেগম (৬০), নেত্রকোনার দুরগাপুরের আয়েশা (৬৫) ও পাবনার অন্তিমা সরকার (৬৫)।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা বেগম (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইসরাফিল (৫৫), ভালুকার শাহনাজ (৪৫), গফরগাঁওয়ের রানুজা (৫০), সোহরাব হোসেন (৮০), গৌরীপুরের হজরত আলী (৫৪), ধোবাউড়ার আমেনা বেগম (৪০), ফুরবাড়িয়ার আজিজুল (৯০) ও গাজীপুরের শ্রীপুরের রোকসানা বেগম (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯৬ জন ও আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫৬ জনের। সুস্থ হয়েছেন ১৩ হাজার৮৭৯ জন।

আমাদের বাণী/বাংলাদেশ/১৩/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.