
জামালপুরঃ জেলার দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে চয়নউদ্দিন ওরফে চৈত্রে নামে এক বৃদ্ধকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পৌর শহরের চুনিয়া পাড়া গ্রামের ১১ বছরের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী বাড়ির পাশে সেচ মেশিনে গোসল করতে গেলে গোসলের সময় শিক্ষার্থীকে একা পেয়ে আঁখ দেওয়ার লোভ দেখিয়ে ক্ষেতের মাঝখানে নিয়ে যান বৃদ্ধ।
এসময় শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করলে আশে পাশে লোকজন টের পেয়ে ঘটনাস্থলে যায়। এসময় চৈত্রে পালিয়ে যায়। চৈত্রের লোকজন খবর পেয়ে উদ্ধারকারী নারীদের মারপিট করে।
এ ঘটনায় প্রতিবন্ধী শিক্ষার্থীর মা ফুলেরা বেগম মঙ্গলবার রাতে মডেল থানায় বাদি হয়ে মামলা করেন। পরে চৈত্রের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই তার নিজ বাড়ি থেকে চৈত্রেকে আটক করে বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
আমাদের বাণী/বাংলাদেশ/১১/০৮/২০২১
Leave a Reply