
ময়মনসিংহঃ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৪ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ২ জন, জামালপুর ও শেরপুরের ১ জন করে রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের নাজমুল হোসেইন (৬৮), ফাতেমা (৮০), ভালুকা উপজেলার নুরজাহান পারভীন (৬০), জামালপুর সদরের আবুল হাসেম (৭০), নেত্রকোনার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭) এবং শেরপুর সদরের রহিমা (৪৫)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের আমেনা (৮০), এস কে এম হারেস উদ্দিন (৭০), জয়নাল আবেদীন (৭৫) এবং এবং নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৯ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৪ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫০ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩ টি নমুনা পরীক্ষায় আরো ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার২৪১জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন।
আমাদের বাণী/বাংলাদেশ/১১/০৮/২০২১
Leave a Reply