
ময়মনসিংহঃ জেলার ত্রিশালে তিন দিনের গণটিকা কার্যক্রম এক দিনেই শেষ হয়েছে। গণটিকার আওতায় প্রথম দিনের পর আর কোনো টিকা দেওয়া হয়নি।
এ পর্যন্ত ২৮ হাজার ৭৭৫ জন টিকা নিতে আবেদন করেছেন। টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট দেওয়া হয়েছে ১৬ হাজার ৯৮২ জনকে। নিবন্ধন করেছে কিন্তু টিকা পায়নি এমন লোকের সংখ্যা ১৬ হাজার ৬৯ জন। এক দিনের গণটিকা কার্যক্রমে ১৩টি কেন্দ্রে মোট ৪০টি বুথে ৮ হাজার ৩৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে।
গণটিকা কার্যক্রম কেন্দ্রে এসেও ঘুরে গেছে বহু লোক। টিকাদানকারীরা বলছে টিকাস্বল্পতার কারণে ঘুরে গেছে বহু লোক। পৌরসভার টিকাদানকারী উমর ফারুক বলেন, আমাদের পৌরসভার দুই কেন্দ্রে ৮শ জনকে টিকা দেওয়া হয়েছে। পর্যাপ্ত টিকা না থাকায় অর্ধেকের বেশি লোক টিকা কেন্দ্র থেকে ঘুরে গেছে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. মাহির আনজুম বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত গণটিকার তিন দিনের কর্মসূচি থাকলেও উপজেলায় আমাদের এক দিনই দিতে বলেছে। ওটা সিটি করপোরেশন এলাকার জন্য তিন দিন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইনে আবেদনকারীর টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
আমাদের বাণী/বাংলাদেশ/১১/০৮/২০২১
Leave a Reply