
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় ও বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া একজন টাঙ্গাইল ও একজনের বাড়ি নেত্রকোনায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনের বাড়িই ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোনার বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪১১ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কোভিড ডেডিকেটেড জেনারেল বেড ৩৮০টি ও আইসিইউ বেড ২২টি।
Leave a Reply