খুলনায় সাম্প্রদায়িক হামলায় উদ্বেগ প্রকাশ

বাম গণতান্ত্রিক জোট

খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির-বাড়ী-ঘর ও দোকান পাটে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ৯ আগস্ট ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির-বাড়ী-ঘর ও দোকান পাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হলেও সরকার সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের তোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.