
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন এবং পাবনার দুইজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে সাতজন করোনা পজেটিভ হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা যান। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৯ জন।
Leave a Reply