
নরায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গভীর রাতে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাষন্ড বাবার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন মা। রোববার (৮ আগষ্ট) নরসিংপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে সেই বাবাকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি বিভিন্ন সময় তাদের ১৬ বছর বয়সী মেয়েকে স্ত্রীর চোখের আড়ালে গিয়ে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করতো। পরে এ ঘটনা কিশোরী তার মাকে জানায়। ঘটনা শুনে বাদি তার স্বামীর উপর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। এতে করে তার স্বামী তার উপর ক্ষিপ্ত হয়।
চলতি মাসে ৩ আগস্ট রাতেও সে কিশোরীকে ধর্ষণ চেষ্টা করে। পরে মেয়ের মুখে বিস্তারিত ঘটনা শুনে নিকটাত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। আমরা সাথে সাথে আসামীকে আটক করে থানায় নিয়ে আসি। ইতিমধ্যে আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply