ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

করোনা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৫ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৪ জন।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৯ জন এবং আইসিউতে ১৭ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন এবং নেত্রকোনায় ২ জন রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭০), তাহমিনা (৬০), মকবুল (৮২), প্রতিমা রানী (৭২), সুমন মিয়া (৩৫), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মান্নান (৬৫), ভালুকা উপজেলার তারা মিয়া (৫০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের ইসহাক (৭৫), জাইমা নূর নাশরা (১৬), হালুয়াঘাট উপজেলার ইমদাদুল হক (৫৫), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার শহর বানু (৬৫) এবং মদন উপজেলার মজনু রহমান (৮৫)।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ টি নমুনা পরীক্ষায় আরো ২২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.১৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.