বালিয়াকান্দিতে নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামের এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকা গ্রহীতার স্বামী নাহিদুল হক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। একসঙ্গে অনেককে বসিয়ে টিকা দেওয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেওয়া শেষে তার স্ত্রী টিকা দেওয়ার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন তিনি স্ত্রীকে নিয়ে চিন্তায় রয়েছেন।

এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ‘ভুলবশত এক মহিলাকে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।’

ভিড় বেশির কারণে এমনটা হয়েছে বলেও দাবি করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.