রবিবার দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন

কর্মস্থলে ফিরতে সকল ধরনের গণপরিবহন চালু হচ্ছে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। আজ শনিবার রাতে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন (রাত ৮টা) থেকে আগামীকাল রবিবার দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের গণপরিবহন চালু থাকার কথা সরকারের পক্ষ থেকে বিজিএমইএ’কে জানানো হয়েছে।

শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

শনিবার সন্ধ্যায় জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল করবে।

রবিবার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের ঢাকায় ফেরার দুর্ভোগের খবরের মধ্যে এ সিদ্ধান্তের কথা জানালো বিআইডব্লিউটিএ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.