ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল

শিল্প-কারখানা খোলার সিদ্ধান্তের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার (৩১জুলাই) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমিকরা। তবে শ্রমিকদের অভিযোগ গণ-পরিবহণ না থাকায় তাদের অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে।

শনিবার (৩১জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়। গণ-পরিবহণ না থাকার কারণে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল যোগে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন তারা।

পুলিশ মহাসড়কে বিভিন্ন জায়গায় চেকপোষ্ট বসিয়ে তদারকি করতে দেখা গেছে। মহাসড়কে যাতে জরুরি সেবা ছাড়া কোন ধরণের গণ-পরিবহন চলাচল না করতে পারে পুলিশ তার জন্য তৎপর রয়েছে।

নওগাঁ থেকে আসা রাশেদা,আমেনা,শ্রাবনী নারী শ্রমিকরা আরটিভি নিউজকে বলেন, ‘পেটের জ্বালায় কাজে আসতে হয়। ফজরের আযানের পর গ্রামের বাড়ি থেকে রওনা দিয়ে সকাল নয়টায় চন্দ্রা আসলাম। তাও আবার ভেঙে ভেঙে বহু টাকা গেল ‘

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক আরটিভি নিউজকে বলেন, শিল্প-কারখানা খুলে দেওয়ায় সকাল থেকে মহাসড়কে মানুষের ভিড়। তবে মহাসড়কে কোন গণ-পরিবহণ নেই। অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কেউ অভিযোগ জানায়নি যদি জানায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.