মেজর সিনহা হত্যার এক বছর

মেজর সিনহা

কক্সবাজারের উখিয়া টেকনাফের ইয়াবাকারবারিসহ নিরীহ কিছু বৈধ ব্যবসায়ীর অর্জিত টাকা হাতিয়ে নিতে ওসি প্রদীপের নীল নক্সার হত্যা মিশনের শিকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান মেজর সিনহা।

তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে, ওসি প্রদীপের বেআইনী কর্মকান্ডের তথ্য জেনে গিয়েছিলেন মেজর সিনহা। ইয়াবা সংক্রান্ত কিছু চিত্রও ধারণ করেছিলেন তিনি। এ কারণে পথের কাঁটা সরিয়ে দিতে মেজর সিনহাকে হত্যা পরিকল্পনার মিশন হাতে নেয় বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপ দাশসহ পুলিশের ৭ সদস্য। তদন্ত শেষে র‌্যাব ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.