
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৬ নং রুপসী পাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিনের পাহাড় ঢল ও অব্যহত বর্ষণের কারনে সৃষ্ট বন্যায় ব্যপক ভাঙ্গন দেখা দিয়েছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, রূপসী পাড়া ইউনিয়নের প্রাণকেন্দ্র ২ নং ওয়ার্ডের ইব্রাহিম লিডার পাড়া ও হৃদয় মাষ্টার পাড়ায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। স্থানীয় ইব্রাহিম লিডার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আবু মিয়া বাজার, ইব্রাহিম লিডার পাড়া ও হৃদয় মাষ্টার পাড়ার শতাধিক পরিবার চরম হুমকির মুখে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাছান জানান, দীর্ঘদিন আামাদের পাড়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের কারনে স্থানীয় মসজিদ, বাজার, ঘরবাড়ি এবং সরকার কর্তৃক নির্মিত কোটি টাকার ব্রীজ চরম হুমকির মুখে। আমরা এ ব্যাপারে সরকারের বিভিন্ন দফতরে জানালেও কোন সুরহা পায়নি। বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা এসে পরিদর্শন করে গেছে। কিন্তু এখনো কোন উদ্দ্যেগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনে আমরা দিশেহারা।
রুপসী পাড়া বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম লামা খালের ব্রিজ। এ ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। দ্রুত কোন ধরনের প্রদক্ষেপ না নিলে অচিরেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে লামা খালের ব্রীজ। তাই স্থানীয় জনসাধারণের একমাত্র দাবি ব্রীজ,মসজিদ, পাড়াবাসীকে বাঁচাতে ব্লক দিয়ে বাঁধ তৈরী করা দরকার।
এ বিষয়ে ৬নং রুপসী রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রূ মারমা সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে সংযোগ পাওয়া
যায়নি।
Leave a Reply