
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টি ফোর, যুগান্তর ও বাসস জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। অবিলম্বের মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আক্কাস সিকদার বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা কর্তৃক এক নারীর চুল কাটা এবং একটি বিদ্যালয়ের শহিদ মিনার ভেঙে স্টল নির্মাণ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় মামলার বাদী আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। চুল কাটার ঘটনায় কেকার বিরুদ্ধে গত বছর ১৭ সেপ্টেম্বর ঝালকাঠির আদালতে মামলা দায়ের হয়েছিল। এরই জের ধরে আমার নামে এ মামলা দায়ের করা হয়।
শারমিন মৌসুমি কেকা বলেন, ‘এটা গত বছরের কোনো মামলার বিষয় না। আক্কাস সিকদার পাঁচ দিন আগে একজনের ফেইসবুক স্টাটাসে মন্তব্য করেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে যা খুশি লিখেছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের ও আমু ভাইকে বিষয়টি জানাইছি। তারা তিনজনই বিষয়টি অবগত আছেন’।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, একজনের ফেইসবুকের একটি পোস্টে আক্কাস সিকদার কমেন্ট করেন। ওই কমেন্টের সূত্র ধরে বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়।
এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply