কুষ্টিয়ায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৪২ শতাংশ

করোনা

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাহুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। তিনি বলেন, এ দিন করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা অবজারভেশন ওয়ার্ডে কারও মৃত্যু হয়নি। বর্তমানে এই হাসপাতালে ১৭১ জন করোনায় আক্রান্ত ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় (গতকাল) করোনায় আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও দুইজন। এই সময়ে ৫২২টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক চুয়ান্ন শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৭১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন ভর্তি রয়েছে। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ১০২ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৫৩৯ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.