২৪ ঘন্টায় মৃত্যু ২৩৯, শনাক্ত ১৫ হাজার ২৭১

করোনা

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল বুধবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২০ হাজার ১৬ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.