কুষ্টিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

কুষ্টিয়ার দৌলতপুরে ভাতিজির চাপাতির কোপে চাচা রিয়াজ খাঁ নিহত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজ নগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনেক আগে থেকেই মহরম মাসের অনুষ্ঠিত তাজিয়া মিছিলের সভাপতি হয়ে রিয়াজ খা দায়িত্ব পালন করে আসছিলেন। বয়স বেশি হওয়ার কারণে সে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে অন্য একজন কে দায়িত্ব দিবে বলে ঠিক করেছিলেন। কিন্তু তার ভাতিজা দিরাজ খাঁ সেটা মেনে নিতে পারেনি।

পরে এই বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি শুরু হয়। এরপর বাড়িতে গিয়ে দিরাজ খাঁ চাপাতি এনে তার চাচাকে কোপাতে শুরু করে এবং সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় স্বপন খাঁ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনা শুনেছেন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.