মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল, শনাক্ত ১২ লাখ ১১ হাজার

করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশে করোনায় মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

গত একদিনে নমুনা পরীক্ষা করা হয় ৫৩ হাজার ৮৭৭টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ৮৮ জন নারী। করোনায় এ পর্যন্ত ১৩ হাজার ৬২৭ জন পুরুষ মারা গেছেন। নারী মারা গেছেন ৬ হাজার ৩৮৯ জন। গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ২১, খুলনায় ৩৪, বরিশালে ৯, সিলেটে ১৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.