
ভারতের উত্তর প্রদেশের ট্রাকের ধাক্কায় দ্বিতল বাসের ১৮ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদেরকে স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে উত্তর প্রদেশের বারাবানকি জেলায় অযোধ্যা-লখনৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার
লখনৌ পুলিশের এডিজি সত্য নারায়ণ সাবাত টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যখন দুর্ঘটনা ঘটে তখন ভারি বৃষ্টিপাত হচ্ছিল। তাই উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
বাসটি ১০০ জন যাত্রী নিয়ে হরিয়ানা থেকে বিহার যাচ্ছিল।
তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সড়কে বিকল হয়ে গেলে বাসের যাত্রীরা বাসটির সামনে সড়কে ঘুমিয়ে ছিলেন। একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির নিচে চাপা পড়ে তারা মারা যান।
Leave a Reply