ফরিদপুর মেডিকেলে ১৭ জনের মৃত্যু

করোনা

কোভিড-১৯ এ মহামারিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের্। শনাক্তের হার ৩৫.৯৫ শতাংশ।

ফরিদপুরের সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। শতকরা হারে যা ৩৫.৯৫ শতাংশ।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১জন, সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৭০ জনের।

এ দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে ১৯ জন। এই হাসপাতালের করোনয় চিকিৎসাধীন রয়েছে ২৮৪ জন রোগী। নতুন রোগী ভতি হয়েছে ৪৩ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.