
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় শনাক্ত হয়ে দুইজন ও উপসর্গে ৮ জন মারা গেছেন।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। যাদের মধ্যে ৭ জন পজিটিভ ছিলেন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫৮ জন। যাদের মধ্যে ২৯ জন পজিটিভ। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী।
Leave a Reply