
প্রতি মুহূর্তেই দেশের বিভিন্ন জেলার করোনা হাসপাতালে ক্রমাগত রোগী আসছে। কেউ ভর্তি হতে আসছেন, কেউ আসছেন পরীক্ষা করাতে, আবার কেউ ডাক্তার দেখাতে। শয্যা খালি থাকার বিষয়টি হাসপাতাল ভেদে ভিন্ন। অবস্থা যাই হোক, দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনার তাণ্ডব।
গত ২৪ ঘণ্টায় ময়মমনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল ও চাঁদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৩ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বরিশালের দুটি হাসপাতালে ২৩ জন ও চাঁদপুরে ৭ জন মারা যান।
তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
Leave a Reply