ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

করোনা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ শনিবার সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে ২ জন করোনায় মারা গেছেন। তারা হলেন ময়মনসিংহের সদরের নাজনিন (৫৮), টাংগাইল সখিপুরের জেসমিন (৪৫)।

তিনি জানান, এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে ১২ মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪ ) ও নাসরিন (৩৮) ,ঈশ্বরগঞ্জের আব্দুর রোউফ(৫৫) ও রাবেয়া (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পুর্বধলার আফাজুদ্দিন (৮৫), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), জামালপুর সদরের রত্মা (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাংগাইল সদরের, মৃনাল (৬০) ও রাজিয়া (৭০) এবং গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন এবং করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২২৫জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.