দিনাজপুরে করোনা শনাক্তের হার ৫৯ শতাংশ

গত ২৪ ঘণ্টাায় দিনাজপুরে মৃত্যু হয়েছে ৭ জন ব্যক্তির। এর মধ্যে করোনায় চিকিসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় শনাক্তের হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ। একদিনে ৪৬টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৬১০ জনে। পুরো জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২২০ জন। আর সুস্থ্যতা পেয়েছেন ১৪২ জন।

বৃহস্পতিবার ( ২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ১১৬১০ জন ব্যক্তির মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৯৫৭ জন। আক্রান্ত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩৩ জন। গত ২৪ ঘণ্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে ৬২ জন আর করোনা উপসর্গ সম্বলিত রোগী ভর্তি আছেন ৯৬। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন ৪০ জন আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে ভর্তি রয়েছেন ২১ জন ব্যক্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.