মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে: নিহত ৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি ঢাকাগামী মাইক্রোবাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। ঘটনাটি রাতের কোনো একসময় ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। সেখানে তিনটি মরদেহ পাওয়া গেছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.