রাজশাহী মেডিকেলে আরও ২২ মৃত্যু

করোনা

ঈদুল আযহার পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২২ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, পাবনার ৪ জন, নওগাঁর ২ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ৭জন নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। বাকি ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

গত ২৪ ঘন্টায় রামেকের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩১ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৩৪ জন।

বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৭২টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৭ দশমিক ০৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭২টি নমুনা পরীক্ষায় ১৬ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২২ দশমিক ০২ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.