
বান্দরবান পার্বত্য জেলার আলীদকম উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ,আলীকদম উপজেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন।
শুভেচ্ছা বিবৃতিতে তিনি বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আজহা। সামাজিক বৈষম্য দূরীকরণে কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়।
দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য বন্ধ, চাকরি ও কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে মানুষ। আয়-উপার্জন বন্ধ হয়ে মানুষ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাহত হৃদয় নিয়ে আমি আমার প্রিয় উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।
আসুন আমরা সকলেই এবারের ঈদুল আজহায় ত্যাগ স্বীকারের মাধ্যমে অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের দিকে দরদমাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটলে তা হবে আল্লাহ তায়ালার বারাকাহ হাসিলের বড় মাধ্যম এবং জান্নাতের বাহন।
Leave a Reply