
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীদকম উপজেলাসহ দেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আলীদকম উপজেলা ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমান।
তিনি বলেন,ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য ত্যাগের মহিমা । পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় আরো বলেন,প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের কোরবানি ঈদ করতে অনেকটাই কষ্ট হবে। তবুও আপনারা সবাই সামাজিক দুরুত্ব রেখে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করবেন। আপনারা পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিন কে ভুলে গিয়ে, ঈদ-উল আযহা‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি,সকল ভেদাভেদ ভুলে গিয়ে,এই ঈদ এর আনন্দ কে মধুময় করতে, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলুন। ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা । সবাই কে ঈদ মোবারক।
Leave a Reply