দিনাজপুরে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ

করোনা

দিনাজপুরে করোনায় শনাক্তের হার আবারও বিশ শতাংশের উপরে চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ২৯ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন ছিল ১৬ দশমিক ১২ শতাংশ। একদিনে ৫৭৭টি নমুনা পরীক্ষায় আরও শনাক্ত হয়েছেন ১৭১ জন। এর মধ্যে সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১০৭ জন ব্যক্তি। এ নিয়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাড়ালো ১১ হাজার ১৪৪ জনে।

শনিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

এর মধ্যে সদর উপজেলাতেই ৬ হাজার ২৯৭ জন আক্রান্ত আছেন। আর একদিনে মারা গেছেন ৩ জন। এরমধ্যে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩ আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এনিয়ে পুরো জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২০৮ জন। আর যেখানে সদর উপজেলাতেই মারা গেছেন ১০৭ জন ব্যক্তি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ১১ হাজার ১৪৪ জন ব্যক্তির মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮১২ জন। আক্রান্ত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে ৬২ জন আর করোনা উপসর্গ সম্বলিত রোগী ভর্তি আছেন ১০৯। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন ৩১ জন আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে ভর্তি রয়েছেন ৩২জন ব্যক্তি।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ সময়ের আলোকে বলেন, এ পর্যন্ত দিনাজপুর জেলায় কোভিড ১৯ গণ-টিকাদান কার্যক্রমে সুরক্ষা ওয়েব পোর্টালে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৫৫৭ জন। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন এক লাখ ৩১ হাজার ৭৮৪ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৮ হাজার ৮৩০ জন ব্যক্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.