
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরব ফেরত একজন যাত্রীর কাছ থেকে ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
শনিবার (১৭ জুলাই) এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এসব স্বার্ণবার উদ্ধার করে।
জানা গেছে, সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ফ্লাইটটি গতকাল (১৬ তারিখ) রাত ১১ পর শাহজালালে অবতরণ করে। গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টিম বিমান বন্দরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়। যাত্রী রাকিবুল হাসানের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে গ্রীণ চ্যানেলে নিয়ে আসা হয়। পরবর্তীতে গ্রীণ চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটককৃত যাত্রীর সাথে থাকা কালো রঙের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।
পাসপোর্ট অনুসারে রাকিবুল হাসানের জেলা কুমিল্লা।
যাত্রী জানান, সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে এসব গোল্ডবার দেয়। শাহজালালে আসার পরে কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করবে বলে তিনি জানান।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply