একাদশ নিয়ে জিম্বাবুয়ের লুকোচুরি, অবাক তামিম

তামিম ইকবাল

রাত পোহালেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হাতে সময় আছে ১৬ থেকে ১৭ ঘন্টা। অথচ এখনো নিশ্চিত নয়, কাদের বিপক্ষে খেলতে নামবেন তামিম ইকবালরা। কারণটা পরিস্কার, ম্যাচের অল্প সময় বাকি থাকলে একাদশ দেয়নি স্বাগতিকরা। ফলে ম্যাচের আগে ঠিকঠাক পরিকল্পনাও করতে পারছেন না টাইগাররা।

আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এ সময়েও বিপক্ষ দলের স্কোয়াড কি হতে পারে তা নিশ্চিত নন তিনি।

স্বাগতিক একাদশ কেমন হতে পারে এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এখন কারণ জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি।’

সাধারণত বিপক্ষ দলের একাদশের উপর নির্ভর করে টিম মিটিংয়ে প্লানিং করা হয়। তবে এবার সেটাও ঠিকঠাক হচ্ছে না। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা আমার কাছেও অবাক লেগেছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন কী নিয়ে ব্যাটিং করবেন। এটা অবাক করার মত।’

করোনায় আক্রান্ত হওয়ায় টেস্টে ছিলেন না শন উইলিয়ামসন ও ক্রেইগ আরভিন। আইসোলেশনে থাকার কথা তাদের। আগামীকাল তারা থাকবেন কি না এমন প্রশ্নে তামিম বলেন, ‘তাদের (উইলিয়ামসন ও আরভিন) অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.