
ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।
এর আগে দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন- রওশন রায় (৩৬), আলমগীর হোসেন (২৫), উত্তম রায় (২২) ও অনাথ রায় (৩৬)। এদের মধ্যে মামলার তিন নম্বর আসামি উত্তর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বরাতে ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, গত ১৩ জুলাই দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী ছাগল আনতে বাড়ির পাশে শিমুলতলি বাজার এলাকায় যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা মামলার এক নম্বর আসামি রওশন রায় মেয়েটিকে একা পেয়ে পথরোধ করেন।
পরে মামলার অন্য আসামি আলমগীর হোসেন, উত্তম রায় ও অনাথ রায়সহ রওশন রায় ওই মাদ্রাসাছাত্রীকে একটি পরিত্যক্ত দোকানের ভেতরে জোরপূর্বক নিয়ে যান। পরে সবাই মিলে তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে বিষয়টি গোপন করতে হুমকি দিয়ে ওই ছাত্রীকে ছেড়ে দেন আসামিরা।
এ বিষয়ে ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার হওয়া উত্তম রায়কে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি চিত্ত রায়।
Leave a Reply