টাঙ্গাইলে ১৩ দিনে মৃত্যু ১০৩

করোনা

টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৩ মৃত্যু হয়েছে। এ সময় ২ হজার ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন। জেলার গ্রাম অঞ্চলে ঘরে ঘরে জ্বর, সর্দি কাঁশির রোগি রয়েছে। করোনা পরীক্ষা করালেই অধিকাংশ রোগীর পজিটিভ আসে। এজন্য গ্রামেগঞ্জে করোনার আতঙ্ক দেখা দিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭০৬ জন। জেলায় মোট মৃত্যু ১৬৭ জন।

জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১৩ দিনে ২ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছে। তাছাড়াও ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জন, উপসর্গ নিয়ে ৫১ জন মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনা প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। জ্বর, ঠান্ডা, কাঁশি থাকলে নমুনা দিয়ে ঘর থেকে হওয়া যাবে না। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করার আহ্বান জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.