জাতীয় ঈদগাহে এবারও হচ্ছে না ঈদ জামাত

জাতীয় ঈদগাহ

গত বছরের ন্যায় এবারও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। আজ বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এই স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।

তবে এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার নগরীর ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, আমি চাই গতবারের মতো এবারও ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হোক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হলো করোনা সংক্রমণ ঠেকাতে উন্মুক্তস্থানের চেয়ে মসজিদের ভেতরে সুরক্ষা দেওয়া সহজ। তাই অন্তত দক্ষিণ সিটিতে যাতে মসজিদেই নামাজের ব্যবস্থা করা হয় সেই আহবান জানান তিনি।

ডিএসসিসি বলছে, গতবারের মতো এবারও ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হলে, ব্যাপক জনসমাগম হবে না। এছাড়া এই স্বল্প সময়ে জাতীয় ঈদগাহে ব্যাপক পরিসরে স্বাস্থ্যবিধি মানানো নিশ্চিত করা সম্ভব নয়। তাই এবার মসজিদের ভেতরেই ঈদের নামাজের আয়োজনের পক্ষে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.