
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) ভোর আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত সুবল চন্দ্র ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
এলাকাবাসী জানান, বুধবার ভোর রাতে বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবলসহ ৫/৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবলের মৃত্যু হয়। বুধবার (১৪ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বর্তমানে মরদেহটি সেখানে পড়ে রয়েছে।
Leave a Reply