গাজীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় ওই কারখানার কর্মকর্তা-কর্মচারী ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ ও আন্দোলনরতদের সূত্রে জানা গেছে, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানায় প্রায় সাড়ে ৭শ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। কারখানার কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের মার্চ, মে ও জুন, গত সেপ্টেম্বর মাসের বেতন ভাতাসহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্টের বেতনের শতকরা ৫০ ভাগ, অক্টোবরের ৩৫ ভাগ, নভেম্বরের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়াও কারখানার কর্মচারীরা ইনক্রিমেন্টসহ তাদের গত চার বছরের বাৎসরিক ছুটির ও ২ বছরের ঈদবোনাসের টাকা পাওনা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে এসব পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি ও আন্দোলন করে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীর পাওনাদি পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরিশোধ করেননি। এ অবস্থায় মঙ্গলবার তারা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। বুধবার সকালে কারখানায় এসে ফের কর্মবিরতি শুরু করেন এবং এক পর্যায়ে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর প্রতিদিনের সংবাদকে জানান, স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সাত মাসের বেতন-ভাতার দাবিতে সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় সড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে পণ্যবাহী বিভিন্ন গাড়ি আটকা পড়েছে। আন্দোলনরতদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.