গাইবান্ধায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা

গাইবান্ধায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও চারজন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার সকালে তারা হতাহত হন।

নিহতরা হলেন ঢাকার ধামরাইর এলাকার এনায়েত উল্লার ছেলে আবদুল কুদ্দুস (৬০) ও ঢাকার সাভার এলাকার ময়েজ মিয়া (৪০)।

ওসি খায়রুল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ঢাকা থেকে আসা পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমিুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। পিকআপের যাত্রীরা ছিটকে সড়কে পড়েন। এ সময় ঘটনাস্থলেই কুদ্দুস মারা যান। আর ময়েজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাছড়া পিকআপের চালক ও আরও তিন যাত্রী আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.