
ব্যাটারিচালিত যানবাহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, লকডাউনে শ্রমিকদের পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা করেছে রিকশা ভ্যান চালক সংগ্রাম পরিষদ-নাটোর জেলা শাখা।
আজ সোমবার নাটোরের ছাতনীতে রিকশা ও ভ্যান শ্রমিকদের এই প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন রিকশা ভ্যান ইউনিয়ন নেতা জয়নাল হোসেনের ৷ আলোচনা করেন বাসদ নাটোর জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, রিকশা ভ্যান সংগ্রাম পরিষদ নেতা আব্দুর রহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে একই দাবিতে জেলা প্রশাসক,পাবনা এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন ব্যটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ- পাবনা জেলা শাখা৷ স্মরকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাসদ পাবনা জেলা সংগঠক ওসমান গনি মুন, রিক্সা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতা ইউনুস আলী।
Leave a Reply