রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

করোনা

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরো ৬১৮ জনের করোনা সনাক্ত হয়েছে, মারা গেছেন ১০ জন। এ নিয়ে এই বিভাগে করোনায় মারা গেলো ৫৯২ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো: জাকিরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বিভাগের পাঁচ জেলায় মারা গেছে ১০ জন। এদের মধ্যে রংপুর ও দিনাজপুরের তিনিজ করে, ঠাকুরগাঁওয়ে দুই, পঞ্চগড় ও নীলফামারীতে একজন করে। এ নিয়ে এই বিভাগে করোনায় মারা গেলো ৫৯২ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছেন ৬১৮ জন। এই সময়ে সনাক্তের ৩৬ দশমিক ৭৬। আক্রান্তদের মধ্যে রংপুরে ২০০ জনের পরীক্ষায় ৮৭ জন; পঞ্চগড়ে ১০৪ জনের মধ্যে ৫২; নীলফামারীতে ২৯৩ জনের মধ্যে ৬৮, লালমনিরহাটে ৭৪জনের মধ্যে ৪২, কুড়িগ্রামে ১৫২ জনের মধ্যে ৪৭; ঠাঁকুরগাওয়ে ২৬৬ জনের মধ্যে ১১৪; দিনাজপুরে ৫২০ জনের মধ্যে ১৮৩ এবং গাইবান্ধায় ৭২ জনের মধ্যে ২৫ জন করোনা সনাক্ত হয়েছেন।

তিনি আরো জানান, রংপুর বিভাগের আট জেলায় করোনার শুরু থেকে রোববার পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ২৯ হাজার ৫৪২ জন সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৪০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.